ইজরায়েলের বিপুল সংখ্যক যুদ্ধযান ক্ষতিগ্রস্ত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৪
হিজবুল্লাহ ও হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে ইজরায়েলি বাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক ও সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইজরায়েলের ‘ইয়েদিয়থ আহরনথ’ পত্রিকা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইজরায়েলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এই বিপুল পরিমাণ ট্যাংক, সেনাবাহী সাঁজোয়া ও গোলাবারুদবাহী সাঁজোয়া যান মেরামত করতে অক্ষম।
ইজরায়েলি কর্তৃপক্ষ যদিও এই ক্ষতিগ্রস্ত ট্যাংক ও অস্ত্রের সঠিক সংখ্যা উল্লেখ করেনি। তবে হিজবুল্লাহ ও হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে মার্কাভা ট্যাংক, টাইগার ও ইটান সাঁজোয়া যান। যেগুলোর মেরামত ইজরায়েলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ কেন্দ্র থেকেই করা হয়।
তবে সেগুলোর সংখ্যা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেগুলো এখন মেরামত করার মতো যথেষ্ট কর্মী নেই ইজরায়েলের। সূত্র: ইরনা