ইজরায়েলের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি: এরদোগান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪
ইজরায়েলের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, “এই মুহূর্তে আমরা ইজরায়েলের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি। সেই সঙ্গে তুরস্কের বিরুদ্ধে ইজরায়েলের প্রতিটি পদক্ষেপকেও আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে মনিটর করছি।”
তিনি আরও বলেন, “ইজরায়েল শুধু ফিলিস্তিন ও লেবাননের স্থিতিশীলতাকে বিনষ্ট করছে না, আশপাশের এলাকাতেও অস্থিতিশীলতা ছড়াতে কাজ করছে। আমরা এটি উপেক্ষা করতে পারি না। আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আমরা নিষ্ক্রিয় নই।”
এরদোগান বলেন, “যতক্ষণ আমাদের জাতি ঐক্যবদ্ধ থাকবে, আমরা এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এটি স্পষ্ট যে, তুরস্ক ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় অবস্থানে রয়েছে এবং দেশটির রাজনৈতিক দৃশ্যপটেও পরিবর্তন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “তুরস্কের কোথাও সন্ত্রাসবাদ থাকবে না, এটা খুবই পরিষ্কার। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করি এবং সবসময় সন্ত্রাসী পন্থা ছাড়াই সমস্যাগুলো সমাধানের জন্য প্রস্তুত আছি।” সূত্র: ডেইলি সাবাহ ও হুরিয়েত নিউজ