ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধানের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৪

যুদ্ধাপরাধের দায়ে ইজরায়লের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। ইজরাইলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

জোসেপ বোরেল বলেন, “ইইউ এখন পর্যন্ত ইজরায়েলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে। গাজা ও লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইজরায়েল। এ কারণে ইজরায়েলের ওপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত। ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা অ-আলোচনাযোগ্য। ইজরায়েলি হামলায় ১২ প্যারামেডিকদের হত্যা নিন্দাজনক।”

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ সালের পর গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৭৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়েলি দখলদার বাহিনী। যার মধ্যে বেশির ভাগ নারী ও শিশু। এছাড়া দেশটিতে আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। এর বাইরেও বহু মানুষ নিখোঁজ ও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।