ইজরায়েলে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৪
ইজরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার হুতি জানায়, তারা ইজরায়েলের মধ্যাঞ্চলে তেল আবিব এলাকায় একটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইজরায়েলের সামরিক বাহিনীর দাবি, হামলার ফলে বিমান হামলার সতর্ক সাইরেন বাজলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষেপণাস্ত্র ইজরায়েলি ভূখণ্ডে ঢোকার আগেই তা প্রতিহত করা হয়।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুই দিনের মধ্যে হুতিদের এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটগুলোতেও বিঘ্ন সৃষ্টি করেছে।
ইজরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হুতিদের প্রতি তাদের বক্তব্যে আরও স্পষ্টভাষী হয়ে উঠেছে এবং ইরান সমর্থিত এই গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।