ইজরায়েলি হামলায় সিরিয়ায় নিহত ১৫
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৪
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
আক্রান্ত ভবনগুলো রাজধানীর পশ্চিমে অবস্থিত মাজেহ ও কুদসাইয়ার উপকণ্ঠে অবস্থিত। ইজরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, দামেস্কে হামলার লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর এবং অন্যান্য সম্পদ।
বহু বছর ধরে সিরিয়ায় ইরান-সংযুক্ত লক্ষ্যবস্তুর ওপর ইজরায়েল আক্রমণ চালাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর গাজার যুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইজরায়েলি ভূখণ্ডে হামলার পর থেকে এই আক্রমণ বৃদ্ধি পেয়েছে।
সিরিয়ায় অবস্থানরত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডাররা মাজেহ এলাকায় বসবাস করেন। সাম্প্রতিক ইজরায়েলি হামলায় সেখানে গোষ্ঠীগুলোর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছে। সূত্র: রয়টার্স