ইজরায়েলি হামলায় শুক্রবার গাজায় নিহত ৪৪

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৪

ইজরায়েলি হামলায় গাজায় শুক্রবার ৪৪ ফিলিস্তিনি নিহত ৪৪ জন আহত হয়েছে। এ নিয়ে গাজায় মোট নিহত ৪৩ হাজার ৫৫০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭৬৫। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়।

অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছে। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইজরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

ইজরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইজরায়েলের বর্বর আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইজরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সূত্র: আনাদোলু