ইজরায়েলি হামলায় গাজায় শনিবার নিতহ ৭৩

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৪

গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় শনিবার ইজরায়েলি বাহিনীর বিমান হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার গভীর রাতে বিমান থেকে বোমা বর্ষণ করে ইজরায়েল। এতে অনেক মানুষ আহত হয়। উদ্ধারকারীরা জানিয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইজরায়েলের ক্রমাগত হামলার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ইজরায়েল বাহিনী জানিয়েছে, আমরা হতাহতের রিপোর্ট পর্যালোচনা করেছি। হামাস নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা অতিরিক্ত ও ইজরায়েলি সেনাবাহিনীর তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে তারা হামলা করে। বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে যা করা দরকার সম্ভাব্য সবই করা হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত একটি গণমাধ্যম জানিয়েছে, বেইত লাহিয়া একটি জনবহুল এলাকা। লোকজনের ভিড় লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনারা। যেখানে অনেক নারী ও শিশু ছিল। এতে ৭৩ জন নিহত হয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইজরায়েলের বিমান হামলায় একটি আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় ৪২ হাজার ৫১৯ ফিলিস্তিনি নিহত ও ৯০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। হতাহতের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া গাজার এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা উপত্যকার হাজার হাজার শিশু। লাখ লাখ শিশু তাদের নিয়মিত পড়াশুনা থেকে ছিটকে পড়েছে। সূত্র: বিবিসি