ইজরায়েলি হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ৬৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৫
ইজরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৬৩ ফিলিস্তিনি নিহত ও ২৮১ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
চারটি পরিবারে ইজরায়েলি সামরিক বাহিনী গণহত্যা চালায়। গাজাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইজরায়েলি সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ইজরায়েলের প্রায় ১২০০ মানুষ নিহত হয়, ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা।
এরপর সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আসছে ইজরায়েলি সেনাবাহিনী। হামলায় নিহত হয়েছে ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।
ইজরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র: আল জাজিরা