
ইজরায়েলি হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ২৯
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ১১, ২০২৫
ইজরায়েলি হামলায় বৃহস্পতিবার গাজায় ২৯ ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৮৮৬ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ৮৭৫ ফিলিস্তিনি আহত হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০। কারণ, ধ্বংসস্তূপের মধ্যে যারা চাপা পড়েছে তারাও মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, “গাজায় ইজরায়েলের ত্রাণ অবরোধের কারণে আরও রোগ ও মৃত্যুর আশঙ্কা রয়েছে। গাজার ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন।”
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইজরায়েল ১৮ মার্চ থেকে গাজায় বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করে। ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে ইজরায়েল। এখন পর্যন্ত গাজার ৫০ শতাংশ অংশ তারা দখলে নিয়েছে। এ অবস্থায় নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছে বেশির ভাগ ফিলিস্তিনি।
মঙ্গলবার প্রকাশিত হওয়া পিউ রিসার্চের জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিন নাগরিক এখন ইজরায়েলের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করে। ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলে হামাসের হামলা এবং পরবর্তীতে গাজায় ইজরায়েলের অভিযানের আগে ২০২২ সালের মার্চে করা জরিপে এই হার ছিল ৪২ শতাংশ।
যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের তুলনায় মূলত ডেমোক্র্যাটরা ইজরায়েলের প্রতি বেশি নেতিবাচক মনোভাব পোষণ করে থাকেন। পিউ রিসার্চের জরিপে জানা গেছে, বর্তমানে ৬৯ শতাংশ ডেমোক্র্যাট ও ৩৭ শতাংশ রিপাবলিকান ইজরায়েলকে নিয়ে নেতিবাচক কথা বলেছেন। গাজা যুদ্ধ শুরুর আগে ২০২২ সালের পর এই হার বেড়েছে ১০ শতাংশ। সূত্র: আল জাজিরা