ইজরায়েলি হামলায় গাজায় আজ ভোরে নিহত ৩৬
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১০, ২০২৪
আজ রোববার ভোরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলায় ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। শিশু ও মহিলাসহ বহু মানুষ আহত হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলাসহ গত ২৪ ঘণ্টায় ৫১ জন ফিলিস্তিনি নিহত ও ১৬৪ জন আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ৪৩,৬০৩ ফিলিস্তিনি নিহত এবং ১,০২,৯২৯ জন আহত হয়েছে।
চলমান সংঘর্ষে নিহত ও আহতের সংখ্যা বাড়তে থাকায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে। অনেক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এরই মধ্যে উপকরণের সংকটে পড়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আহতদের সহায়তায় হিমশিম খাচ্ছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে দ্রুত মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি সংঘর্ষের অবসানে উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। সূত্র: আল-জাজিরা