ইজরায়েলি হামলায় গাজা ও লেবাননে নিহত ৪৫

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৪

গাজা ও লেবাননে ইজরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৫ জন নিহত হয়েছে। গাজায় নিহত ২৪ ও লেবাননে ২১।

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৩৬ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি বাহিনীর হামলায় ২৪ জন নিহত ও ১১২ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে ২১ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ এলাকায় সিভিল ডিফেন্স সেন্টারে ইজরায়লি হামলায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪ লেবানিজ প্যারামেডিকও রয়েছে। এছাড়া বালবেক শহরের দক্ষিণ-পশ্চিমে সিভিল ডিফেন্স সেন্টারে হওয়া দ্বিতীয় হামলায় আরও ১২ উদ্ধারকর্মী নিহত হয়েছে।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইজরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইজরায়েলের। সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়ল। ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো ও অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইজরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইজরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। সূত্র: আনাদোলু