ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৪৮

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৭, ২০২৫

ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত ও ৭৫ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৮৫৪ এবং আহতের মোট সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৩৯।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। রাস্তায় আটকে অনেকে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইজরায়েল আক্রমণ বন্ধ করেনি। বরং গাজায় ইজরায়েলের নৃশংস অভিযান অব্যাহত রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ইজরায়েলের আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকটে থাকা গাজাবাসীরা বর্তমানে চরম মানবিক সংকটে ভুগছে।

অবরুদ্ধ এই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো এরই মধ্যে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।  সূত্র: আনাদোলু