ইজরায়েলি হামলায় ইরানি ২ সেনা নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪
আজ শনিবার ভোরে ইজরায়েলি বিমান হামলায় দুই ইরানি সেনা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী, দেশের ও জনগণের নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদী শাসকদের ক্ষেপণাস্ত্র মোকাবিলা করার সময় দুজন যোদ্ধাকে উৎসর্গ করেছে।
এর আগে আরেক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইজরায়েল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইজরায়েলি আক্রমণ সফলভাবে মোকাবেলা করা হয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইজরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ওপর বিমান হামলা শেষ করেছে। তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাসহ এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে।
বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইজরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা করেছে। যেসব ঘাঁটি ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল।”
বিবৃতিতে আরও বলা হয়, “ইজরায়েল ও তার নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়। আমাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।” সূত্র: দ্য গার্ডিয়ান