ইজরায়েলি বন্দর নগরীতে হিজবুল্লাহর শতাধিক রকেট নিক্ষেপ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৯, ২০২৪
ইজরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফাতে মঙ্গল ও বুধবার সকালে শতাধিক রকেক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইজরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতি হয়েছে।
কিছু রকেট ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়। তবে বেশ কিছু রকেট হাইফা বন্দরে সরাসরি আঘাত হানে। অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র পশ্চিম গালিলি অঞ্চলে আঘাত হানে।
বুধবার সকালে হাইফার দক্ষিণে অবস্থিত আল-কারমেল অঞ্চলে শক্তিশারী বিস্ফোরণ ঘটে। এছাড়া হাইফা থেকে ক্যাসারিয়া পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন স্থানে সতর্ক সাইরেন বাজানো হয়।
বিস্ফোরণ ও হামলার পরিপ্রেক্ষিতে অঞ্চলজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। হাইফার আশপাশের এলাকাগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি ও সূত্র: টাইমস অফ ইজরায়েল