ইজরায়েল সরকার উন্মাদনার স্তরে পৌঁছেছে: ইরান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০২, ২০২৪

ইজরায়েল সরকার উন্মাদনার স্তরে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি।

বাঘেরি বলেন, “দুই মাস ইরানি জাতি ও আমাদের মিত্রশক্তির জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। ইসমাঈল হানিয়াহ হত্যাকাণ্ডের পরও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইরান সংযত ছিল। কিন্তু ইজরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে একের পর অপরাধ বাড়িয়ে চলেছে।”

তিনি আরও বলেন, “ইজরায়েলের ঘৃণ্য আচরণ সত্ত্বেও ইরান শুধুমাত্র তেল আবিবের সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া এই হামলায় তেহরান লক্ষ্য অর্জন করেছে।

মোহাম্মদ হোসেইন বাঘেরি বলেন, “মোসাদের সদর দপ্তর, নেভাটিম এয়ারবেস ও হ্যাটজেরিম এয়ারবেসকে লক্ষ্যবস্তু করা হয়।  এছাড়া এই অভিযানে গাজার আশপাশের অঞ্চলে কৌশলগত রাডার, পাশাপাশি ট্যাঙ্ক, কর্মী বাহক এবং ইজরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল, যা গাজার জনগণের গণহত্যার জন্য দায়ী ছিল।”

তিনি আরও বলেন, “এই অভিযানে ইজরায়েলের অর্থনৈতিক ও শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়নি। তাদের সাধারণ জনগণকে লক্ষ্যবস্তু করা হয়নি, যদিও এটি সম্পূর্ণ সম্ভব ছিল।”

মোহাম্মদ হোসেইন বাঘেরি বলেন, “ইজরায়েল সরকার উন্মাদনার স্তরে পৌঁছেছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রিত না হয় এবং এ ধরনের অপরাধ চালিয়ে যেতে বা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে আজকের রাতের অভিযানটি আরও বড় আকারে পুনরাবৃত্তি হবে। পূর্ণমাত্রায় তাদের সব অবকাঠামোতে আঘাত করা হবে।”