ইজরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলে নিহত ৮৮

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৪

ইজরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। এ নিয়ে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছেছে। এছাড়া মোট আহতের সংখ্যা এক লাখ ৪ হাজার ৯২।

ইজরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। এ অঞ্চলের বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় দুটি আক্রমণে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া বলেন, “উত্তরাঞ্চলীয় এই শহরে ইজরায়েলের হামলার পরে কয়েক ডজন লোকের মৃতদেহ হাসপাতালে আনা হয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।”

তিনি আরও বলেন, “ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচানোর কোনো উপায় নেই। কারণ, ইজরায়েলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি কর্মীদের ওই এলাকায় কাজ করতে তারা বাধা দিচ্ছে।

এর আগে জানানো হয়, বেইত লাহিয়ায় ইজরায়েলি হামলায় ৬৬ জন নিহত হয়। আহত হয় ডজনখানেক মানুষ। সূত্র: আল জাজিরা