ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৫

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৪

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের গুয়াকিল শহরের এল লিটোরাল কারাগারে মঙ্গলবার ভোররাতে সংঘর্ষ ১৫ বন্দি নিহত ও ১৪ জন আহত হয়েছে। ইকুয়েডরের জেল সার্ভিস এসএনএআই এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা কর্মীরা কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। সেখানে এখন তল্লাশি চলেছে। এল লিটোরাল কারাগারে বন্দিদের মধ্যে হিংসাত্মক সংঘাত আগেও ঘটেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল ২০২১ সালের সেপ্টেম্বরে হওয়া সংঘর্ষ। ওই সংঘর্ষে ১২০ জনেরও বেশি বন্দি নিহত হয়।

এল লিটোরালের কাছাকাছি বসবাসকারী লোকেরা মঙ্গলবার ভোরে গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছে। তারা কারাগারের ওপরে হেলিকপ্টার উড়তে দেখেছে এবং পুলিশের কৌশলগত ইউনিটকে আসতে দেখেছে।

কর্তৃপক্ষ এখনও নিহতদের সম্পর্কে কোনো বিশদ তথ্য প্রকাশ করেনি। তবে বলেছে, ঠিক কী কারণে এই মারাত্মক লড়াই হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

মূলত কারাগারে ইকুয়েডরের সবচেয়ে হিংস্র গ্যাংয়ের কিছু সদস্য বন্দি রয়েছে, যারা অনেক ক্ষেত্রে কারাগারের আড়ালে থেকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই দলগুলো কারাগারের কর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে থাকে। সূত্র: বিবিসি