‘ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ০৩, ২০২৫

ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে ঈদ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার আবির্ভূত হয়নি। আমার দৃষ্টিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩ সাড়ে ৩ বছরের সরকার পরিচালনার পর সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের এপিসোড।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সরকার। এ সরকার যদি সবার ঐকমত্যের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারে, তাহলে ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সেই পথে অনেকটা এগিয়ে যাবে।”

এবি পার্টির সম্পাদক বলেন, “রাজনৈতিক দলগুলো ১৬-১৭ বছর ধরে বলে আসছে, ভোট, নির্বাচন ও গণতন্ত্র চাই। আর তরুণদের আকাঙ্ক্ষা যেগুলো দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে, সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই। তরুণদের আকাঙ্ক্ষা ভিন্ন হলেও মর্যাদার জায়গায় দুটিই সমান।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য। সংস্কার, বিচার, নির্বাচন— এর কোনোটাকেই আমি একটার সঙ্গে আরেকটার সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তী সরকার।”

এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন: বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।