
আশুলিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৭, ২০২৫
রোববার রাতে সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় মিলন মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ জানায়, রোববার রাতে আউকপাড়া এলাকায় ৪ বছরের ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন শিশুর প্রতিবেশী ভাড়াটিয়া মিলন মিয়া। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
পুশিশ আরও জানায়, পরে শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিলনকে গণপিটুনি দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। মিলনের অবস্থা আশঙ্কাজনক।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামাল হোসেন বলেন, “এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”