আশুলিয়ায় অভিনেতা গুলিবিদ্ধ, ওসি ক্লোজড

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ঢাকার আশুলিয়ায় নিজ বাড়িতে টেলিভিশন নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। উদঘাটন হয়নি ঘটনার মোটিভও।

এ ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। আজ সোমবার ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার ভোরে আশুলিয়ায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন আজাদ ও তার স্ত্রী রোকসানা হক। বর্তমানে তারা রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেতা আজাদ বলেন, “রোববার ভোর সাড়ে ৩টার দিকে জিরাবো এলাকার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। গ্রিল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়। উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি ছোঁড়ে।

এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, “অভিনেতার শরীরে ৩টি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”