আশিকুজ্জামান টুলু
আশিকুজ্জামান টুলুর ৩ কবিতা
প্রকাশিত : আগস্ট ০৯, ২০২৩
অপেক্ষা
আকাশ তোমায় ডাক দিয়েছে
উড়াল পাখি হয়ে
উড়াল দিও অন্য বুকে
ভালোবাসা বয়ে।
উড়তে তোমার নেইকো মানা
অন্য মনের ভিড়ে
পড়লে মনে ফিরে এসো
আমার ছোট্ট নীড়ে।
শরীর তো এক মাংসপিণ্ড
আজ আছে কাল নেই
মনটা শুধু অক্ষত রয়
বাঁচি সেই খুশিতেই।
অপেক্ষাতে থাকবো আমি
অযুত লক্ষ বছর
মন বেঁধেছি হাওয়ার পালে
কাটুক নিশি প্রহর।
তোমায় ভালোবাসতে আমার
লাগে না কো তোমায়
তোমার নেশার ঘোরে কাটে
তোমায় ভাবা সময়।
হারিয়ে গেলেও খুঁজে নেব
আমার হৃদয় পাখি
হয়তো সময় বাকি, না হয়
অপেক্ষাতেই থাকি।
যা পাখি উড়ে যা
তোমার প্রাসাদ নিশ্ছিদ্র দেয়াল ঘেরা
সেখানেই তোমার অবাধ চলাফেরা।
বাইরের পোড় খাওয়া মানুষ দেখে কাঁদে বুক
তবুও রাজি নও ছাড়তে এক ইঞ্চি সুখ।
তোমার জন্য ওদের কান্নায় গর্বে ভরে মন
কাউকে জ্বলতে দেখার আনন্দে কাটে সারাক্ষণ
তবুও তোমার ভালো লাগে শেকল পরা পা
কে তোমায় বোঝাবে, যা পাখি উড়ে যা...
শুভংকরের ফাঁকি
দেখবে তোমায় অনেকে
বাসবে ভালো ক’জন,
চাইবে তোমায় অনেকে
বুঝবে শুধু সে’জন।
যেজন শুধু তোমায় ভাবে
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে
তাকে দুরে সরিয়ে রেখে
থাকো অন্য কল্পনাতে।
রাখো বুকে যাকে তুমি
ভাবো তোমার আপন
দেখো তোমায় ভেবে হয় কি
তার বুকেতে কাঁপন।
বুকটা যদি নাইবা কাঁপে
কীসের হৃদয় পাখি
মিথ্যা কথা মিষ্টি বলে
শুভংকরের ফাঁকি।
কাঁদে মন ভেজে নয়ন
না পাওয়ারই জ্বালায়
দেখা হলো তোমায় আমায়
কেন এই অবেলায়।
হৃদয় আমার টুকরো করো
তোমার কথার বাণে
আমায় দেখে জ্বলে যেজন
সেই তো আমায় টানে।