‘আরও ভয়াবহ বিপ্লব হতে পারে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৪
প্রশাসনের সর্বস্তর সংশোধন না হলে আরও ভয়াবহ বিপ্লব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “এবারের বিপ্লবে তো তেমন কিছুই হয়নি। আবারও যদি বিপ্লব হতে হয় সেটা আরও ভয়াবহ আকারে হবে। এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের এখনকার ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না।”
তিনি আরও বলেন, “আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের আন্তঃক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু নয়। কিন্তু তাই বলে তো চোখ কান বন্ধ করে রাখব, বিষয়টা এমনও না।”
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, “তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এই ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।”
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রশাসক (ডিসি) ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন জনপ্রশাসন সংস্কার কমিশন।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।