আম্বানিদের অনুষ্ঠান ঘিরে মিলে গেল অভিষেক-ঐশ্বরিয়া!

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৫, ২০২৪

বলিউড থেকে হলিউড, মেটা সাম্রাজ্যের জাদুকর কেউ বাদ যাননি আম্বানিদের অনুষ্ঠানে। এমনকি হবু মা হয়েও নেচে নেচে মঞ্চ মাতিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বড় চমক ছিল বচ্চন পরিবারের সবার এক হওয়া।

চমকই বলা যায়, কারণ বলিউড মিডিয়ায় বচ্চন বাড়ির অন্দরের খবরের জোয়ার এখনও তুঙ্গে। সেখানে জড়িয়ে আছে সাবেক সুন্দরী ঐশ্বরিয়া রায়ও। এবার আলো ঝলমলে হয়ে ওঠে ক্যামেরার ফ্রেম। তাতে শোভা পায় বচ্চন পরিবারের সবার হাসিমাখা মুখ।

হাজার কোটি খরচ করা হয় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহের অনুষ্ঠানে। গুজরাটের জামনগর সেজে ওঠে আলোকসজ্জায়। বচ্চন পরিবারের সবাই আসে এই অনুষ্ঠানে। জানা যায়, শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার। দিনদিন সেই সম্পর্কের অবনতি হয়েছে আরও।

কিন্তু আম্বানিদের অনুষ্ঠান ঘিরে বনিবনা হওয়ার খবরও শোনা যাচ্ছে। গত বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন নায়িকা। মূল সমস্যা ছিল ননদ শ্বেতাকে নিয়ে। কিন্তু অম্বানিদের অনুষ্ঠানে বচ্চন পরিবারের একসঙ্গে উপস্থিতি ভক্তদের স্বস্তি ফিরিয়ে দিল।

রোববার অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে আসে বচ্চন পরিবার। ননদ, শ্বশুর-শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে একই বিমানে জামনগর পৌঁছান ঐশ্বরিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে।

এ দিনের জামনগর বিমানবন্দরের এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। শুধু তাই নয়, এ দিনের অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখে হেসে অভিবাদন জানান জয়া বচ্চনও। আম্বানিদের অনুষ্ঠানে কি তবে তিক্ততা মিটিয়ে কাছাকাছি বচ্চন পরিবার?

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।

অমিতাভপুত্র অভিনেতা অভিষেক বচ্চন, এই জন্য অমিতাভ `বিগ বি` বা বড় বচ্চন নামেও পরিচিত। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ২০০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারই পুত্রবধু ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন। তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও অধিক হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।