আমাকে কাটিলো বিষধর সাপে
আবু সাঈদ ওবায়দুল্লাহপ্রকাশিত : জুন ০৯, ২০২৩
যখন অভয়ে লিখতাম সেক্যু-ভাবনা-কবিতা
অসুখ বিষাদ আর দুঃখের কবিতা
নেতি, নাস্তি, নারী-অঙ্গ পূজার কবিতা
আমাকে আদর, সমাদর করতো ভীষণ
সেক্যুলার কবি ও শিল্পিরা।
তাদের বাড়িতে নিয়া খাওয়াইতো আলু বোখারা
ভালোবাইসা জায়গা দিতো বাক-বিহ্বল সম্পাদক
আমাকে চুমিতো শাহবাগ, সাকুরা রেস্তোরাঁ ।
যখন ছিলাম ভবঘুরে— কাঁধে বেগ নিয়া
ঘুরতাম কবির মতোন— চোখ ঢুলু ঢুলু,
যখন তামাকে উড়াইতাম রঙিন প্রজাপতি
আমাকে বলতো `হ্যালো`— তরুণ সাহিত্যসভা।
মাংস আর মেদ দেখাইত বলাকা সিনেমা
আমার গলায় ঝুলে থাকত শঙ্খের মালা।
যখন ফিইরা আসলাম ঘরে
লিখলাম আমার আল্লাহ আর রাসূলের কবিতা
লিখলাম যখন সালাত আর সিজদার কবিতা,
আমাকে অবাক ফেলে দিলো তারা বাস থেকে
আমাকে তাড়িয়ে দিলো আন্দামান দ্বীপে
আমাকে করলো গুম অজানা পাহাড়ি পথে।
লিখলাম যখন কোরান আর সুন্নাহর কবিতা,
লিখলাম যখন সহিহ ইসলামিক কবিতা
আমাকে দংশন করে তরিকাপন্থী কবির দল,
আমাকে কামড় দিলো গুরু আর বাবার মুরিদ
আমাকে কাটিলো যেন বিষধর সাপে
আমাকে বাঁচিয়ে তোলে কোন শক্তিমান ওঝা!