আবু সাঈদ ওবায়দুল্লাহ

আবু সাঈদ ওবায়দুল্লাহ

আবু সাঈদ ওবায়দুল্লাহর দুটি কবিতা

প্রকাশিত : মার্চ ০৩, ২০২৩

অক্ষয় বাঙলা

উৎসর্গ: মাইকেল মধুসূদন দত্ত

 

অক্ষয় বাঙলা, তুমি স্বর্ণগর্ভ— সহস্র ভাষার!
আরবি, ফারসি, তুর্কি, পুর্তগিজ, আর্য বা পাহাড়ি
ভাষাভাব নিয়ে রঙ্গ করো, আলো নাচাও আশার।
কত প্রাণ, ক‌ত গান তোলো— মধুর রাগিনী ভারি।
তোমার তো নাই লোকঘৃণা— জাতি, বংশ, কুল
নিজেকে বিলিয়ে নির্বিচার, কোলে নিয়েছ বিশ্ব।
কিন্তু যদি আমি ভালোবেসে লিখি— আল্লাহ, রাসুল
আমাকে আসামী করে নিদারুণ— কবি ও শিষ্য।
আমাকে ঝুলিয়ে দেয় তারা রক্ত-কবিতার ক্রুশে।
জননী তোমাকে যেন চাই নাই— কবিতা-কুহকে!
তোমার দুধের স্বাদ উপভোগ করিনি— আশ্লেষে।
বাঙ্গালি মুসলমান যদি বাস করে— বাঙলা মুল্লকে
আমি কেন দোষী হই লেখালেখি— কবিতা-যাপনে?
আল্লাহ দিয়েছে ভাষা, বাংলা বাঁচে অনেক বচনে।

 

বাংলা ভাষার প্রতি

 

তোমাকে আক্রোশে নিয়ে গেছে ভাষাডাকাতেরা,
ব্যাকরণ-প্রেমী অধ্যাপক আর ছন্দপাগল কবিরা।
যেন তাদের শরীরে তুমি রোয়া ওঠা কর্কটের ফুল।
গন্ধ দাও পচা মাছ, আঁশটের। তোমার কপালে ফোটে
জাতি হারানোর কালো তিল, আত্মগরিমার পলেস্তারা।

 

আমি ভয়ে কুল রক্ষা করে— দূরে চলে আসি।
আমার পরম জান তুমি, প্রিয় আমার আম্মা।
আমি তো তোমার দিকে মুগ্ধ দষ্টিতে তাকিয়ে থাকি!
যেন ফজরের আয়াতের স্নিগ্ধ ফুল তুমি,
আমার বাগানে চিরদিন আপনা আপনি ফোটো।