আবু সাঈদ ওবায়দুল্লাহ
আবু সাঈদ ওবায়দুল্লাহর কবিতা ‘বাঙ্গালি মুসলমান কবি’
প্রকাশিত : ফেব্রুয়ারি ০১, ২০২২
আমি বাঙ্গালি মুসলমান কবি
আমার সামনে ঝুলে রবীন্দ্রনাথের ছবি।
বলে, তুই এত দিওয়ানা হলি
ওরে ও মুসলমান কবি!
আমি বলি, আমারে একটা নাম দেন
ওহে শান্তিনিকেতনী পির।
বন্ধক রাখেন তরবারি-ধনুক ও তীর।
আমাকে কবিতাভাষা দেন নদী নদী।
আমি যেন মাছ হই, মাছের শিকারি।
আমার উঠোনে জাগে নিমগাছ
তার ফুল ছাড়ে আজব কস্তুরি ঘ্রাণ
আমি বাঙ্গালি মুসলমান কবি।
আমি বাঞ্চা করি, জীবনানন্দের পাখিচোখ
ঘুরি, রূপসী বাংলার মাঠে ঘাটে, দোয়েল চড়ুই।
যেন আমার মাথায় মাল্য করে ভাঁটফুল
কাঁধে নাচে সুরঞ্জনা, তার গন্ধরাজ চুল।
আমি হারিয়েছি সব কথা
আমার জিহ্বা থেকে নামে ধান ও কুয়াশা।
আমি লাশকাটা ঘরে করি আনাগোনা
সাতটি তারার মগ্ন তিমিরে আমার ফানা ফিল্লাহ।
আমি হারিয়েছি আমার জবান ও আল্লাহ!
আমি বাঙ্গালি মুসলমান কবি।
আমি মায়াবী আজান দেব শোলাকিয়া মাঠে।
আমার সুজুদ হবে ধুল ধূলি নীলাম্বরি ঘাসে।
লাখো মুসল্লি তিতির উড়ে আমগাছে ।
তারা গুজরান করে রাত তাহাজ্জুদে
যেন চারিদিকে নেমেছে ফেরেস্তাদের ভিড়।
আমার কলিজায় বাজে আল কোরানের সুর
কালাম ও কলিমায়— জ্বীন, শয়তান দূর
আমি বাঙ্গালি মুসলমান কবি।
আমি জন্ম লই— মেঘনা ও যমুনার তীরে
আমাকে কে পর করে— দূর আরবের দেশে?
তাদের সহাস্য শয়তানি থোরাই কেয়ার করি।
দেখো বাংলাভাষায় করেছি সহিহ কবিতার চাষ
আমি শব্দ-তাসবিতে নাম করি আর রাহমান
লাল ডালিমদানায় দেখি তার কুদরতি জ্ঞান।
আমার মঞ্জিল— নাফসুল মুত্মাঈন
আমি শান্ত সমাহিত— ক্বালবুল সালিম
আমি বাঙ্গালি মুসলমান কবি।