আবু তাহের সরফরাজ

আবু তাহের সরফরাজ

আবু তাহের সরফরাজের ৪ কবিতা

প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৪

শৈশবের হাঁটাপথ

আমাদের ঘরকুনো স্বভাব
           ব্যাঙের ডাক শুনে শুনে
                    নৈঃশব্দ্যের গান শুনে শুনে আর
সংসার বুনে বুনে আমরা ঘর থেকে খুব একটা
                                 বেরটের হই না

আমাদের রোদ ভালো লাগে
চকচকে রোদে গাছের ছায়া দেখে আমাদের শৈশবের হাঁটাপথ মনে পড়ে
মার্বেল হাতে এক বালকের মুখ মনে পড়ে আর তার
ঘুড়ির কথাও আমাদের মনে পড়ে, ঘুড়ির স্বপ্নের কথাও
আকাশ ছুঁতে চাওয়া ঘুড়ির স্বপ্ন এখন আমার সঙ্গে থাকে
                                         খায়দায় আর ঘুমোয়। আমার সঙ্গে
                                         পড়ালেখা করে
                                         লেখালেখি করে
আর আমিও স্বপ্নের সঙ্গে এইসব করি।

শোনও বালিকা

মেয়েটির মুগ্ধতা প্রজাপতি
গোধূলির মুখোমুখি মেয়েটি এসে সাঁকোর ওপর দাঁড়ায়
নদীর পানিতে গোধূলির রঙ ঝিলমিল ঢেউ তুলে যাচ্ছে
মেয়েটির মুগ্ধতা তখন আনন্দ হয়ে তাকে কাঁপাতে থাকে

মেয়েটি পাখির শিস শুনে যেতে যেতে থমকে দাঁড়ায়
বাঁশবাগানের ছায়ায় খোঁজে নীলকণ্ঠ পাখিকে
এই যে মেয়ে, সে
প্রেম করতে চায়, প্রেমিক তো পায় না
সে চায় এমন একজন যে হবে শালীন
যে কেবল তাকে দেখেই মুগ্ধ হবে

কোনো মেয়ে যদি এই মেয়েটির মতো এমন ছেলে চায়, যে প্রেমিক
তাকে ছাড়া আর কোনও মেয়ের দিকে তাকাবে না
যে ছেলের ওসবে কোনও রুচি নেই, তবে
সেই মেয়েকে বলি, এমন পুরুষ দিয়ে কী করবে তুমি?
যার যৌন অনুভূতি নেই
যৌন অনুভূতিশূন্য পুরুষই তো তুমি চাচ্ছ, যে
তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবে না।

গোলকধাঁধা

কোথাও শূন্যতা তৈরি হয়ে আছে আমার জন্যে
আমি গেলে এরপর পূর্ণ হবে

যেতে পারছি না তবু কোথাও
ধু ধু শূন্যতা
গোলকধাঁধা
রঙের এক চক্র কেবলই
অসীমের পথে আমাকে দেরি করিয়ে দ্যায়।

কখনও কখনও মনে হয়
আমি হয়তো জীবনকে বহন করতে পারিনি

জীবন তো আসলে নানা রঙে তৈরি একটা ফানুস
আমি যে তার হঠাৎ জ্বলে উঠে
আবার হারিয়ে যাওয়া দেখেছি!

আমি তাই একজীবন নির্ভার থেকে গেলাম।

মরুরাত্রির ঝড়

উটের গ্রীবার নিচে মরুরাত্রির ঝড়
বয়ে যায়, আর কাঁপে থত্থর।
কাঁপতেছ তুমি
সমতল ভূমি
পেরিয়ে এসেছো বলে
পৃথিবীর আদি
বাদী ও বিবাদী
বাস করে স্থলে।

তোমার গ্রীবার নিচে শীতের দৃশ্য
মুগ্ধতা হয়ে বধূ মুছে দ্যায় বিশ্ব।
ভাবো তো এবার
দৃশ্যে কে আর
দৃশ্যায়িত থাকে!
ইথারে ইথারে
ভেসে থাকা ছবি
ভ্যানগগ কেন আঁকে?