আবু তাহের সরফরাজের ৩ কবিতা
প্রকাশিত : জুলাই ১০, ২০২৩
মানে, তোমাকে
তিলোত্তমা কোনো নগরীর মতো তুমি আজ
দাঁড়িয়ে আছ সৌন্দর্যের ইতিহাস হয়ে
তোমার দেহে তাই প্রত্মগন্ধ
সৃষ্টির আদি উৎসের দিকে কী যেন ইঙ্গিত দ্যায় তোমার হাসি
কাজলরেখার মতো তোমার সরু দুই চোখ
ছিপছিপে একটা নদীর ছবি মনে করিয়ে দ্যায়
তোমার চাউনি যেন অনন্তের পথে, সৃষ্টিসুখের উল্লাসে
খুন হয়ে যেতে যেতে আমি পড়তে থাকি মাবায়ী জাদুর একটা বই
মানে, তোমাকে।
গোলকধাঁধা
কোথাও শূন্যতা তৈরি হয়ে আছে আমার জন্যে
আমি গেলে এরপর পূর্ণ হবে
যেতে পারছি না তবু কোথাও
ধু ধু শূন্যতা
গোলকধাঁধা
রঙের এক চক্র কেবলই
অসীমের পথে আমাকে দেরি করিয়ে দ্যায়।
একা থাকি
সেই থেকে, বুঝলে, আমাকে চেনা যায় না মোটেও। যদিও ঘুরেটুরে এসে ঠিকই, ঠিক তোমারই মতো ঘরে এসে ঢুকি। মশারির মতো চারদিক ঘিরে থাকে চোখ। যেন আড়ালে চলে গেলে, যেন মশারির বাইরে বেরিয়ে এলে শহরের এই দুর্যোগে সারারাত আমাকে কাটাতে হবে ফুটপাথে। শাহবাগ কিংবা ফার্মগেটের আইল্যান্ডে।
একবার চলে যাওয়া ভালো, আমারই পাশে হাঁটে যে ছায়া, তাকে নিয়ে, তোমার নাকের ডগার ওপর দিয়ে।
সেই থেকে আমি একা একা থাকি। বন্ধু জিগেশ করো না, কবে থেকে।