আবু তাহের সরফরাজের পাঁচটি দরবেশি কবিতা
প্রকাশিত : মার্চ ২১, ২০২১
পবিত্র কোরআন
এই পৃথিবীর যা কিছু, সব
খোলস দিয়ে ঢাকা
খোলসটাকেই জীবন ভেবে
চলছে জীবন চাকা।
চলতি পথে মুখ ও মুখোশ
খুলছে কতশত
ভাবনা আসে, এই কী জীবন
কাটছে নিজের মতো!
আগ্রহী হই, খোলস ভেঙে
কী আছে তা দেখি
যতই ভাঙি যা দেখি তা
ক্যামনে আমি লেখি!
শূন্য থেকে নিখিল নভে
খোলস ভাঙার জ্ঞান
শিখতে গিয়ে পেলাম খুঁজে
পবিত্র কোরআন।
প্রাকৃতিক রীতি
এক একটি গহ্বর মানে এক একটি প্রজ্ঞা
প্রজ্ঞার বেলুন এই পৃথিবী
যা ফোলাতে দম লাগে
যে রকম দম লাগে গহ্বর থেকে উঠে আসতে
উঠে আসতে আসতে
যখন মানুষ উঠে আসে প্রজ্ঞার গহ্বর থেকে
এক একটি মানুষ তখন এই পৃথিবী বিষয়ে
এক এক রকম ধারণা পায়
যেহেতু প্রত্যেকে তারা আলাদা আলাদাভাবে
গহ্বর থেকে উঠে এসেছে, তাই
প্রত্যেকেই তারা আলাদা আলাদা মানুষ
তাই জগতে যত মানুষ তত প্রজ্ঞা
তত গহ্বর
নিজের গহ্বরে মগ্ন থাকাই বস্তুত প্রাকৃতিক রীতি।
ইসকুল
পৃথিবী একটি ইসকুল
খোলা মন নিয়ে চুপচাপ এসে বোস তো ছায়াবীথি, ধর
তুই ইসকুলে পড়তে গেছিস
তোর সহপাঠী কোনও মানুষ নেই
তাই বিভ্রান্তিও নেই
তোর চারপাশে ঘাসফুল লতাপাতা পাখি
নদী, আর তার ওপর গোধূলিরাঙা বাঁশের সাঁকো
যেহেতু বিভ্রান্তি নেই
সেহেতু তুই কাগজের শাদা পাতা
প্রকৃতি তার ওপর লিখে দিচ্ছে তার পাঠ
এইভাবে যে জ্ঞান তুই পাবি
তা প্রাকৃতিক জ্ঞান
এ জ্ঞানই পরম।
নেগেটিভ পজেটিভ
বৈদ্যুতিক তারের দুটো শক্তিপ্রবাহ
একটি নেগেটিভ
আরেকটি পজেটিভ
পৃথিবীতে প্রতিটি বস্তুরই এরকম দুটো শক্তিপ্রবাহ
মানুষেরও
একটি শক্তি দুঃখ থেকে প্রবাহিত
আরেকটি আনন্দ থেকে
দুঃখ থেকে পরিত্রাণ পেতে কেউ কেউ
আত্মাকে সংযমী করে তোলে
নিষ্কাম সাধনার গূঢ়মন্ত্রে সে দীক্ষিত
পরমের সন্ধানে আনন্দ খোঁজে, যা অজ্ঞেয়
অথচ মানুষের জীবন সুখ আর দুঃখ দুটো শক্তির আয়োজন
কেউ কি এরকম আছে যে, তীব্র আনন্দের মুহূর্তে
তীব্র দুঃখ খোঁজে আনন্দ থেকে পরিত্রাণ পেতে?
পৃথিবীতে জীবনের মানে হচ্ছে,
হাসতে হাসতে রক্তাক্ত হও
রক্তাক্ত হতে হতে হাসতো থাকো।
মিলেমিশে
মিলে আর মিশে তারা
দুইজন দেহ ছাড়া
দেহ কেন বায়বীয়?
বিষয়টা মরমীয়।
মিলেমিশে দুই দেহ
এক, তবু সন্দেহ
আত্মায় কান পেতে
দেহ ফুঁড়ে চায় যেতে।
পাঁচভূত এই দেহে
থাকতেছে সন্দেহে।
মিলেমিশে নেড়ে ঘাড়
বলতেছে, যার যার
জগৎটা বহুরূপী
বলে রাখি চুপিচুপি।
যে দ্যাখে যেই চোখে
জগৎটা ভাবে লোকে
এই তো...
যার যার আয়নায়
জগতের ভাবনায়
সেই তো...
মিলে আর মিশে তারা
জগৎটা করে ভাড়া
এরপর গোলগাল পৃথিবী নিয়ে
ফুটবল খেলে তারা মাঠ পাড়ি দিয়ে
মাঠে মাঠে ছড়ানো কত কত গ্রহ
আয় তো, এইসব করি সংগ্রহ।