আবু তাহের সরফরাজ
আবু তাহের সরফরাজের তিনটি কবিতা
প্রকাশিত : নভেম্বর ০৬, ২০২৪
এসো কিছু একটা ভাঙচুর করি
এসো কিছু একটা ভাঙচুর করি। হাতদুটো বিস্ফোরক হয়ে উঠছে আজকাল
দুই হাতের ওপর স্নিগ্ধতার রঙ ছিল
ধুয়ে গেছে তা বিস্ফোরক দ্রবণে
চোখের নিচে
বুকের নিচে
নাভির নিচে
ঝড়... অগ্নুৎপাত... হাওয়া চূর্ণ হয়ে ছড়িয়ে পড়ছে মহাবিশ্বে
শীর্ষে
প্রাণ যেখানে সুন্দর হয়ে ওঠে।
আগুনের পাশে তাই মাথা রাখি
নদীর জলে তাই পা রাখি
এসো কিছু একটা ভাঙচুর করি
ঘুমের আগে কিছু একটা ভাঙচুর করে যাই।
ছায়াসঙ্গী
যেভাবে হাঁটছ, সেভাবেই হাঁটতে থাকো
ছায়ার দিকে তাকিও না;
তুমি না তাকালেও তোমার দেহের সাথে
সেও চলেছে পথ থেকে পথে— বেপথে
একথা তোমাকে মনে রাখতেই হয়
আর তাই, তুমি হাঁটতে থাকো ছায়াসঙ্গী হয়ে।
ক্ষমতার চেয়ার
ক্ষমতার চেয়ারের নিচে গ্রীবা ফুলিয়ে বসে আছে বেড়াল
বসে আছে সে নিরাপদ আশ্রয়ে— মাথার ওপর
ক্ষমতা ছাদ; চেয়ারে আসীন ক্ষমতাবানের পা চেটে চেটে
ক্ষমতার উচ্ছিষ্ট খেয়ে ঢেুঁকর তুলে দিন কেটে যায় আয়েসে
ক্ষমতার চেয়ারে আসীন ক্ষমতাবানও বড্ড ভালোবাসেন বেড়ালটিকে
কী আহ্লাদি তার বেড়াল! পা চেটে দ্যায় কী দারুণ ভঙ্গিমায়
আর আদর করে দিলে চোখ বুজে মিঁউমিঁউ ডাকে
আর সারা দিন বসেই থাকে ক্ষমতার চেয়ারের নিচে, কোত্থাও যায় না আর
ক্ষমতার চেয়ার রইল একই জায়গায়, কিন্তু একদিন
বদল হলো ক্ষমতাবানের, নতুন ক্ষমতাবান আবার দু’চক্ষে বেড়াল দেখতে পারেন না
আর তাই তিনি নিয়ে এলেন তুলতুলে পশমে ভর্তি একটা অ্যালসেসিয়ান ডগি
পিয়নকে ডেকে বস্তায় ভরে বিড়ালটিকে তিনি ফেলে দিয়ে এলেন অনেক দূরের ডাস্টবিনে
ক্ষমতার চেয়ারের নিচে এখন বসে আছে কুত্তা, আর
ডাস্টবিনের আশপাশ দিয়ে এখন ঘুরঘুর করছে বেড়াল!