আবু তাহের সরফরাজের তিনটি কবিতা
প্রকাশিত : মে ১৩, ২০২৩
মরমের চাবি
বেদনার ডাকনাম
নীলিমা
অতি দূর তারাদের
দ্রাঘিমা।
মহাকাশ নিঃসীম
তারও ওইপাড়ে
কার যেন ছায়া পড়ে
দেখি বারে বারে।
বারবার একই ভুল
করি আর ভাবি,
সুন্দর জগতের
মরমের চাবি।
চাবি তুমি নাকছাবি
নীলিমার নাকে
তার যেন হুঁশ হয়
আমার এ ডাকে।
রে মোহ
রে মোহ, চোখের ওপর দুলতেছে তোর পরদা
সুন্দর, তাই দেখি না আড়াল
এরই নাম বুঝি মোহভঞ্জন?
রে নারী, সুন্দরের ত্রাতা
ছিঁড়েটিরে গেছে কবিতার খাতা
শোনও হে মম আর্তনাদ, তোমার ভেতর সাঁতরে এসেছি তাই
আমি পুরুষ। জীবজ্ঞানে জেনেছি মরমের গোপন
তুমি সুন্দর, রে নারী তাই
সুন্দরের রঙে আলোকিত তুমি, তব ভেতরে নিশিমোহন অন্ধকার
রে মোহ, এইবার
আমি দেব চিৎকার
উত্তেজনায় ওঠে রক্তে ঢেউ
বয়েস ফুরিয়ে যায়...। পৃথিবীর প্রান্তে নেমে আসে অন্ধকার
ছায়া ছায়া তবু পুরুষের দেহ
নারীর দিকে হেঁটে যায়, আর নারী
গতজন্মেই ফসিল হয়ে গেছে
এই বোধ আমাকে দিয়েছে নীলিমা।
স্তন
পাশাপাশি ঘুমিয়ে ছিল দুটো স্তন
ঘুমের মধ্যে কাঁপছিল একটি
স্বপ্ন দেখছিল, একটি দিন
কী নরম রোদ বাইরে ঘাসের সবুজের মতো
মাৎসর্যের লোভ ছেড়ে ঘুম ভেঙে
একা একা বেরিয়ে পড়ল আরেকটি স্তন
পথে নেমে দেখল, হরতাল
একটা গাড়ি পুড়ে যাচ্ছে দাউদাউ আগুনে
ছুটল সে
ছুটতে ছুটতে
গোলাপের রঙ ছড়িয়ে দিতে দিতে
পৌঁছোলো এসে গোধূলির মুখোমুখি
যেখানে দাঁড়িয়ে ছিলে তুমি।