আবির মায়মুনার গদ্য ‘ড. মুহাম্মদ ইউনূসের অর্থনৈতিক চিন্তা’

প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৪

আমি বর্তমানে আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে এম.বি.এ করছি। প্রথম ম্যানেজমেন্ট ক্লাসে আমাদের প্রফেসর সবাইকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লেখা A World of Three Zeros বইটি পড়ার পরামর্শ দেন। এটি আমার জন্য গর্বের মুহূর্ত ছিল। আমি বইটি পড়ে তার সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরার চেষ্টা করছি।

A World of Three Zeros বইতে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস আমাদের বর্তমান profit-maximizing অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে একটি নতুন মডেল প্রস্তাব করেন। তিনি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখেন যেখানে ৩টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হবে:
1. Zero Poverty
2. Zero Unemployment
3. Zero Net Carbon Emissions

এই বইয়ে তিনি social business এর ধারণা তুলে ধরেন, যা মূলত লাভের চেয়ে সামাজিক সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে কাজ করে। ডক্টর ইউনুস বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখান কীভাবে এই মডেলটি দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশগত ধ্বংসের মতো বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করতে পারে।

Zero Poverty
প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, দারিদ্র্য মানুষের স্বাভাবিক অবস্থা নয়। বরং এটি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যা দরিদ্র মানুষদের সুযোগ থেকে বঞ্চিত করে রাখে। এই বিশ্বাস থেকেই ১৯৭৬ সালে তিনি Grameen Bank প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে। লাখ লাখ মানুষ এই ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। যার মধ্যে ৯৭% ঋণগ্রহীতা নারী এবং ঋণ পরিশোধের হার ৯৮% এর বেশি।

এটি প্রমাণ করে যে, দরিদ্র মানুষও সঠিক সুযোগ পেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি Grameen Danone Foods এর মতো সামাজিক ব্যবসার উদাহরণ দেখায় যে, কীভাবে স্থানীয় চাহিদা পূরণের মাধ্যমে দারিদ্র্যের টেকসই সমাধান প্রদান করা যায়। এই উদ্যোগটি পুষ্টিহীনতা দূর করতে, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর দই সরবরাহ করে, যা দরিদ্র পরিবারের জন্য সহজলভ্য। ডক্টর ইউনুসের এই social business মডেলটি দেখায় যে, সামাজিক উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসা কেবল দারিদ্র্য নয়, অন্যান্য সামাজিক সমস্যারও সমাধান করতে পারে।

Zero Unemployment
ডক্টর মুহাম্মদ ইউনুস প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, এটি শুধুমাত্র বৃহৎ প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি সৃষ্টি করার দিকে মনোযোগ দেয়, যা সম্পদের অসম বণ্টন তৈরি করে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রতিটি মানুষের মধ্যেই উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রয়েছে। তাই চাকরি সৃষ্টির পরিবর্তে entrepreneur creation উদ্যোক্তা তৈরির দিকে মনোযোগ দেয়া উচিত। তার Self-Employment Through Microfinance ধারণা অনুযায়ী, বড় কোম্পানির ওপর নির্ভর না করে মানুষকে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিতে হবে।

উদাহরণস্বরূপ Grameen Bank এর ঋণ গ্রহীতারা ক্ষুদ্রঋণের মাধ্যমে ছোট দোকান, সেলাই কাজ বা কৃষি ব্যবসা শুরু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আরেকটি উদাহরণ হলো, Grameen Telecom, যা  টেলিফোন লেডিস উদ্যোগের মাধ্যমে গ্রামীণ নারীদের মোবাইল ফোন কিনতে ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে যোগাযোগ প্রযুক্তি দূরবর্তী এলাকায় পৌঁছে দিয়েছে। ইউনুসের মতে, মানুষকে উদ্যোক্তা হওয়ার উপকরণ দিলে বেকারত্ব দূর করা সম্ভব।

Zero Net Carbon Emissions
মুহাম্মদ ইউনুস পরিবেশগত সমস্যা সমাধানের জন্য sustainable ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা carbon footprint হ্রাস করতে পারে। তিনি বিশ্বাস করেন, social business শুধুমাত্র পরিবেশগত সমস্যার সমাধানই করতে পারে না, পাশাপাশি মানুষের জীবনমানও উন্নত করতে পারে। উদাহরণ হিসেবে ১৯৯০ এর দশকে ইউনুস Grameen Shakti প্রতিষ্ঠা করেন, যা গ্রামীণ বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সৌর শক্তি সরবরাহ করে। এই উদ্যোগটির মাধ্যমে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি সৌর হোম সিস্টেম ইনস্টল করা হয়েছে, যা গ্রামীণ এলাকায় পরিষ্কার ও টেকসই শক্তির উৎস প্রদান করছে।

ডক্টর ইউনুস দেখান, এই মডেলটি বিশ্বব্যাপী প্রসারিত করা যেতে পারে। যাতে renewable energy ব্যবহার করে কার্বন নিঃসরণ হ্রাস করা যায় এবং স্থানীয় চাহিদা পূরণ করা যায়। আরেকটি সফল উদাহরণ হলো Grameen Veolia Water, যা গ্রামীণ এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহ করছে। যেখানে আর্সেনিক দূষণ একটি বড় সমস্যা। এই সামাজিক ব্যবসাটি শুধু public health crisis সমাধান করছে না, একই সঙ্গে টেকসই পানির ব্যবস্থাপনা প্রচার করছে। ইউনুসের এসব উদ্যোগ দেখায় যে, পরিবেশ রক্ষা ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে social business কিভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

পুঁজিবাদ পুনর্বিবেচনা
মুহাম্মদ ইউনুস প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। যেখানে মূলত লাভ বৃদ্ধির দিকে নজর দেওয়া হয় এবং সামাজিক ও পরিবেশগত কল্যাণ উপেক্ষা করা হয়। তিনি এমন একটি নতুন মডেলের প্রস্তাব দেন যেখানে ব্যবসাগুলো শুধুমাত্র লাভ অর্জন করবে না, বরং সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করবে। তার প্রস্তাবিত মডেল Social Business ও Circular Economy ধারণার ওপর ভিত্তি করে। ডক্টর ইউনুস মনে করেন, ব্যবসাগুলোকে এমনভাবে নকশা করা উচিত যাতে তা আয় সৃষ্টি করার পাশাপাশি সামাজিক সমস্যার সমাধান করে।

তিনি Circular Economy এর ওপর গুরুত্ব দেন, যেখানে বর্জ্য কমিয়ে পুনঃব্যবহার নিশ্চিত করা হয়, যাতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়। তার মতে, social business এই দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথে সমাজকে এগিয়ে নিতে পারে। এই মডেলটি পরিবেশ ও সমাজ উভয়ের জন্যই উপকারী, যেখানে ব্যবসা কেবল লাভের জন্য নয়, সমাজের সার্বিক উন্নতির জন্য কাজ করে।

A World of Three Zeros বইটিতে মুহাম্মদ ইউনূস এমন একটি বিশ্বের স্বপ্ন দেখান যেখানে অর্থনৈতিক ব্যবস্থা কেবল ধনীদের জন্য নয়, বরং সবার জন্য কাজ করবে। সবচেয়ে বড় কথা, তিনি কেবল একটি ধারণা জন্ম দেননি, বরং সেই ধারণাকে প্র্যাকটিক্যালি কাজে রূপান্তর করে এ বিশ্বকে দেখিয়েছেন। সেদিক থেকে দেখতে গেলে কাল মার্কস Marxism ধারণার প্রবর্তন করেছিলেন, আর সেই ধারণা বাস্তবে রূপান্তর করেছিলেন লেনিন। আর ডক্টর ইউনুস দুটি কাজই একা করেছেন!

একুশে বইমেলা ২০১৮