আদিত্য নজরুলের ৩ কবিতা
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৪
পিছুটান
কেমন কেমন টান থাকলে পিছুটান বলে?
পিছুটান কি আসলেই
পেছনের কোনো টান?
যার জন্যে কেউ কেউ ঘরে ফেরে
কেউ কেউ থেকে যায়
পথের মাঝেই...
কতটুকু টান দিলে তাকে পিছুটান বলে?
চিরকালই মানুষ
একটু আধটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে
ভালোবাসে
মানুষের স্বভাব কিছুটা
আয়নার মতো..
পিছুটান বলে কিছু নেই, সব হলো হৃদয়ের টান...
হঠাৎ বৃষ্টি
বৃষ্টি পড়ছে
ভীষণ ভীষণ মনোযোগ দিয়ে বৃষ্টি পড়ছে...
বৃষ্টির পিতার নাম
আকাশ
এবং মায়ের নাম মাটি...
বৃষ্টির একটি
বন্ধু ছিল
যার নাম মেঘ...
বৃষ্টি পড়তে পড়তে ক্লান্ত হয়ে মায়ের বুকে
নাই হয়ে যাচ্ছে...
হালখাতা
আমি তো বলছি না যে
তুমি এত এত বাকি করে বসে আছ...
আসছে বৈশাখে
তবু হালখাতা খুলে বসবো
যদি পারো একবার এসে
দেখা দিয়ে মিটিয়ে দিও প্রাণের ইচ্ছে।