আদিত্য নজরুলের দুটি কবিতা
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৪
বিচ্ছেদ
লাল গাইয়ের দুধের সরের মতো গাঢ় ছিলো আমাদের সম্পর্ক...
আমাদের সম্পর্কের রঙ ছিলো
ভোর পাকা সূর্য বর্ণের...
মূল্যবান সোনালী আশের
এবং
বিপুল বৈভবে বেড়ে ওঠা একটি গোলাপ বাগানের স্তুতি নিয়ে।
আমাদের সম্পর্ক কখনো ছিলো
বরফকুচি দেওয়া জল
আবার কখনো জেনারেলের লাল চোখ!
আমার সম্পর্ক ছিলো
নদীর গভীর থেকে
উঠে আসা পাললিক সম্ভ্রমের প্রতিচ্ছবি
আমাদের
ভালোবাসা ছিলো
যুগে যুগে
কালে কালে গণমুখী মিছিলের দাবি নামা...
সম্পর্ক ভাঙ্গার পর
নিজেকে এখন পার্কের ভেতর একাকিত্ব বুকে নিয়ে শুয়ে থাকা চার লেনের রাস্তা মনে হয়
বাকসংযম
অনেকেই বলে ছিলো
তুমি ডাক দিলে
বরশীতে বিদ্ধ মীন বেশে চলে আসবো
তোমার চোখের ইশারা হবে
আমার চলে আসার বিজ্ঞাপন...
কুটুম পাখি না ডাকলেও
উল্লাসিত হয়ে ছুটে আসবো
কেউ কেউ এমনই প্রতিশ্রুতি দিয়েছিলো...
কেউ কেউ বলবে বলেছিলো
তোমার চোখের ইশারা
কদম্বতলের বাঁশি...
বিপদ একাই এলো
কই তোমরা তো প্রতিশ্রুতি রাখলে না!