আদিত্য নজরুলের কবিতা ‘একটি ভাস্কর্যের আত্মকাহিনি’
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৪
একটি ভাস্কর্য
নির্মাণ কালে কিছু বিপত্তি বেঁধে গেলো।
ভাস্কর্যের
কারুকার্যগুলো
কিছুতেই মুগ্ধতা ছড়িয়ে দিতে পারলোনা,
তাহলে কোথায়
খামতি ওঁৎ পেতে রইলো?
ঢেউয়ের মালার মতোই
সৌন্দর্য তীরের কাছে
এসে, কেনো মৃত্যুর জন্যে উল্লাস করছে!
ভাস্কর্যরি কী তাহলে নিজস্ব সৌন্দর্য নিয়ে
প্রস্ফুটিত হতে পারবেনা?
একজন ভাস্কর শিল্পী
যাচ্ছিলেন এ পথ দিয়ে-
ভাস্কর্যের ভাঙ্গা গড়ার এমন তৎপরতা দেখে
থমকে দাঁড়ালেন-
এবং বললেন :
আপনারা যে ভাস্কর্যটি নির্মাণ করতে চাইছেন
তাঁর নামই বিজয় ;
এটি-
নির্মাণের জন্যে প্রয়োজন
ত্রিশ লক্ষ শ্রমিকের নয় মাসের দীর্ঘ পরিশ্রম!