সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ প্রোপোজ ডে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২৪

বলি-বলি করেও যাকে ভালোবাসার কথাটি বলতে পারছেন না তাহলে আজকের দিনটি শুধুই আপনার। শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ উদযাপন। সেই হিসেবে আজ প্রোপোজ ডে।


এ দিনটি পালনের পেছনেও রয়েছে একটি সুন্দর ইতিহাস। ফিরে তাকাতে হবে অতীতে। সময়টা ১৫ শতক। ইউরোপে দারুণ এক ঘটনা ঘটেছিল। ১৪৭৭ সালের ঘটনা। মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হীরার আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান।

এর অনেক পরে ১৮১৬ সালের আরেকটি ঘটনাও এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ ও অর্থবহ করে তোলে। রাজকন্যা শার্লটের সঙ্গে তার হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয়ে আসছে প্রোপোজ ডে।


আপনাকেও যে হীরার আংটি দিয়ে প্রোপোজ করতে হবে তা কিন্তু নয়। একটি গোলাপ হাতে দিয়েও প্রোপোজ করতে পারেন।