আজ প্রপোজ ডে
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৮, ২০২৪
‘কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া…’
রবীন্দ্রনাথ ঠাকুর
‘এই বুকে বইছে যমুনা, নিয়ে অথৈ প্রেমের জল; তার তীরে গড়ব আমি, আমার প্রেমের তাজমহল’―গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথায় সংগীতশিল্পী কনকচাঁপা ও মনির খানের গাওয়া এ গান সবারই শোনা হয়েছে নিশ্চয়। গানটি শোনার সময় অধিকাংশ মানুষই হয়তো প্রিয়তমাকে নিয়ে তাজমহল গড়ার কথা ভাবেন। কিন্তু যিনি এখনো পছন্দের মানুষকে ভালোবাসি বলতে পারেননি, তিনি কি আদৌ প্রেমের তাজমহল স্বপ্ন কিংবা বাস্তবতায় গড়তে পারবেন?
পছন্দের মানুষ থাকলে তাকে মনের কথা জানানো জরুরি। কিন্তু অজানা কোনো ভয়ে হয়তো বলা হয় না। ভয় তো একটাই, যদি প্রত্যাখ্যান করে সেই মানুষটি? যদি অভিমান করে বন্ধুত্বের সম্পর্কও ছিন্ন করে দেয়! এসব ভেবেই অনেকে পাশে থাকা পছন্দের মানুষকে মনের কথা বলেন না।
এদিকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসার সপ্তাহ। সময় বইছে বসন্তকাল। আর বসন্তের সাজে সেজে উঠেছে প্রকৃতিও। এমন দিনে যদি প্রিয় মানুষকে মনের লুকায়িত কথা বলা যায় এবং সে যদি আপনার প্রস্তাবে রাজি হয়―ভাবুন, বাধভাঙা উচ্ছ্বাস বিরাজ করবে মনে।
আজ ৮ ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে দিনটি ‘প্রপোজ ডে’ বলে পরিচিত। আর এই প্রপোজ ডে’তে চাইলেই পছন্দের মানুষকে ভালোবাসি বলতে পারেন। এর জন্য বিভিন্ন উপায়ও রয়েছে। এবার তাহলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানানোর উপায় জেনে নেয়া যাক।
নিজ সত্তা তুলে ধরা: প্রিয় মানুষকে প্রেম নিবেদনের সময় এবং প্রেমের প্রথম দিনগুলোয় মানুষটিকে খুশি করতে ব্যতিক্রম কিছু কাজ ও কথা বলতে পারেন। তবে কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। মূলত প্রিয় মানুষকে যেন কখনোই ছেড়ে না যান এবং সম্পর্ক যেন শেষ দিন পর্যন্ত থাকে, সেটি সহজভাবে জানান। তবে এমন কিছু বলা বা করা যাবে না, যাতে পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হন আপনি। প্রয়োজনে প্রেম নিবেদনের সময় প্রকৃত সত্যটা বলুন। ওই মানুষটি যদি প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসে, তাহলে সে রাজি হবে এবং আপনাকে কখনো ছেড়ে যাবে না। কারণ, প্রতিটি মানুষ সম্পর্কে বিশ্বাস ও সত্যতা খোঁজে।
যত্ন রাখা: প্রতিটি সম্পর্কেই যত্নের প্রয়োজন রয়েছে। এ জন্য প্রিয় মানুষকে প্রেম নিবেদনের সময় তার প্রতি যত্ন প্রদর্শন উচিত। আপনি একগুচ্ছ গোলাপ বা তার পছন্দের কোনো ফুল নিয়ে গিয়ে দেখা করতে পারেন। চাইলে তার পছন্দের চকলেটও নিতে পারেন। কোনো রেস্টুরেন্টে সাক্ষাৎ করলে প্রিয়তমাকে চেয়ার টেনে দিতে পারেন। টেবিলে থাকা কফিতে চিনি দিয়ে নেড়ে দিতে পারেন। কফি পানের সময় টিস্যু এগিয়ে দিতে পারেন তাকে। তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন। এ বিষয়গুলো মুগ্ধ করবে তাকে।
ডিনার ডেট: ফ্রেন্ড সার্কেল বা সহকর্মী কারও প্রেমে আকৃষ্ট হলে এবং নিজেদের মধ্যে যদি বোঝাপড়া ভালো থাকে, তাহলে ডিনার ডেটের জন্য নিমন্ত্রণ করতে পারেন। এ সময় চাইলে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন। ডিনারে তার পছন্দের খাবার রাখুন। খেতে খেতে দু’জনার পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলুন। একসময় বিপরীত মানুষটিও আপনার প্রতি ভালোবাসা অনুভব করবে।
সারপ্রাইজড গিফট: উপহার পেতে সবারই ভালো লাগে। আপনি যাকে পছন্দ করেন, সে হয়তো জানে না তাক জীবনসঙ্গী হিসেবে চাইছেন আপনি। তার পছন্দের ছোট ছোট কিছু উপহার সামগ্রী কিনে দিতে পারেন প্রিয় মানুষকে। কোনোকিছুতে নিজের পরিচয় প্রথমেই স্পষ্ট রাখবেন না উপহার সামগ্রীতে। সবশেষ সহজ ভাষায় ভালোলাগার কথা লিখে একটি চিরকুট সংযুক্ত করুন। সেটি পড়ার যেন বুঝতে পারে উপহার সামগ্রী আপনার পাঠানো। হয়তো এভাবেই হয়ে যেতে পারে ভালোবাসার সম্পর্ক।