অমিতাভ পাল
অমিতাভ পালের পাঁচ কবিতা
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২১
মাংস
একটা মেয়ে ফুটপাথে দাঁড়িয়েছিল
পাশ দিয়ে যাবার সময় একটা মাইক্রোবাসভরা পুরুষের মাথা
একযোগে ঘুরে গেল তার দিকে
আর মেয়েটা টুকরা টুকরা হয়ে ভাগ হয়ে গেল
পুরুষদের চোখে
এখন ঘরে ঘরে মাংস
সিল্করুট
স্তন আর নিতম্বের বোঝা নিয়ে হাঁটছে মেয়েটা
ভারবাহী পশুর মতো সবকিছু সামলে
সে হাঁটছে মাথা নিচু করে
আর চারপাশের পুরুষেরা তাকিয়ে মাপছে
তার ভারবহনের ক্ষমতা
আস্তাবলের গাধারা হাসছে
মেঘগুলি
মেঘগুলি যেন আকাশের মাঠে শুকাতে দেয়া
ধোপাবাড়ির কাপড়
জল ঝরে গেলেই ধোপা ওদের নিয়ে যাবে
আর আকাশটা নীল হয়ে পড়ে থাকবে একা
সমুদ্রের ব্যস্ততায় মেঘগুলি ময়লা হয়
ধোপাবাড়ি যায়
চ্যাপলিনের নীরব সিনেমা
বহুতল বাড়িটার কোলাপসিবল গেইট খুলছে আর বন্ধ হচ্ছে—
মালপত্র নিয়ে আসছে যাচ্ছে ভাড়াটিয়ার দল
ফ্ল্যাটগুলির সাথে ভালো করে তাদের বন্ধুত্বও হচ্ছে না
ঠিকানা আটকাচ্ছে না কোনো ফ্রেমে
তাদের জুতাগুলি পরিশ্রান্ত
বহুতল বাড়িগুলি স্টেশনের প্ল্যাটফর্মের মতো
প্রসপেকটাস
পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে
পড়ছে বিভিন্ন অণু পরমাণু
শিক্ষাজীবনে তাদের কারো কারো মধ্যে বন্ধুত্ব হয়
পরস্পরের হাত আঁকড়ে ধরে তারা
একসাথে চলে
তৈরি করে নতুন যৌগের দল
নতুন প্রসঙ্গ
প্রাণ অণু পরমাণুদের রিসার্চ ওয়ার্ক
তাদের নতুন সমাজ