অন্নদাশঙ্কর রায়ের ৩ কবিতা
প্রকাশিত : মার্চ ১৫, ২০২১
কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের আজ জন্মদিন। ১৯০৪ সালের ১৫ মার্চ উড়িষ্যার ঢেঙ্কানলে তার জন্ম। ছাড়পত্রের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিশেবে তার লেখা তিনটে কবিতা পুনর্মুদ্রণ করা হলো:
খুকু ও খোকা
তেলের শিশি ভাঙল বলে
খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়ো খোকা
ভারত ভেঙে ভাগ করো!
তার বেলা?
ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা
জমিজমা ঘরবাড়ি
পাটের আড়ৎ ধানের গোলা
কারখানা আর রেলগাড়ি!
তার বেলা?
চায়ের বাগান কয়লাখনি
কলেজ থানা আপিস-ঘর
চেয়ার টেবিল দেয়ালঘড়ি
পিয়ন পুলিশ প্রোফেসর!
তার বেলা?
যুদ্ধ জাহাজ জঙ্গি মটর
কামান বিমান অশ্ব উট
ভাগাভাগির ভাঙাভাঙির
চলছে যেন হরির লুট!
তার বেলা?
তেলের শিশি ভাঙল বলে
খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়ো খোকা
বাংলা ভেঙে ভাগ করো!
তার বেলা?
হরবোলা
সে অনেক দিনের কথা
লোকটা চিল হরবোলা
যে খেলা সে দেখিয়ে গেল
কখনও কি যায় ভোলা!
বলল, বাবু, দেখবে মজা
ডাকব আমি এমন ডাক
যেথায় যত কাক রয়েছে
আসবে ছুটে সকল কাক।
এই বলে সে কা-কা রবে
ডাক ছাড়ল নকল সুরে
শুনল সে ডাক কাকেরা সব
কেউ বা কাছে কেউ বা দূরে।
অমনই তারা ছুটে এসে
বাধিয়ে দেয় কোলাহল
কোথায় যাব তখন আমি
চারদিকে যে কাকের দল।
লোকটা বলে, দেখলে বাবু,
কাকের কেমন একতা
মানুষের কাছে তো নয়,
কাকের কাছে শেখো তা।
মানুষ
ছোটলোক ছোট জাত যারা মুখে আনে
ছোটলোক ছোট জাত তারা নিজেরাই
মুখে না বলুক যারা মনে মনে ভাবে
পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।
ধরায় আসে না কেউ ছোট-বড় হয়ে
যাবার বেলায় কেউ নয় ছোট-বড়
জীবন অমৃতময় বিধাতার বরে
দু’দিনের তরে এসে কেন বিষে ভরো।