অতনু তিয়াসের গান

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

ভ্রমরা

কে বাউল বাঁধল বাসা
তোর মনে তোর মনে
ভ্রমরা বসলি না ফুল-যৌবনে যৌবনে
তিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে॥

ভালোবাসা মন পোড়ানো সাধের আগুন খেলা
আগুনের উজান গাঙে ভাসে বেহুলা
দুপুর বেলা দুপুর বেলা
কার টানে কার টানে
ভ্রমরা বসলি না ফুল-যৌবনে॥

আগুনের ফুল ফুটিয়ে রসের বৃন্দাবনে
কে তুমি চপলমতি ওড়ো গুঞ্জরণে
জানি না মিলবে কবে
জান না মিলবে কবে
কার সনে কার সনে  
ভ্রমরা বসলি না ফুল-যৌবনে॥

অতনু বসলি না ফুল-যৌবনে যৌবনে
তিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে॥

কথা ও সুর: নির্ধারিত

ধর

বুঝিয়া যুগের ভাও
ভাবিয়া বাড়াও পাও
জিগাও রে নিজের কী খবর
ধর ধর ধর ধর ধর ধর
জীবনটা শক্ত কইরা ধর॥

কী আসল কোনটা মেকি
কী নগদ কোনটা বাকি
বসিয়া একটু হিসাব কর
হিসাব না বুঝলে হাটে
ব্যবসা তোর উঠবে লাটে
বিনিয়োগ বাজার বুইঝা কর
ড্রাইভার না দক্ষ হলে
গাড়ি তোর পড়বে হোলে
স্টিয়ারিং কৌশলমতো ধর॥

বুদ্ধিটা বন্ধক থুইয়া
কার কথা কানে লইয়া
দৌড়াইয়া কঠিন দশা তোর
কে কারে করছে ধাওয়া
কে জানে কার কী চাওয়া
আদার ব্যাপারি হইয়া
জাহাজের খবর।
বিবেক হইলে কাঠগড়া
আসামি পড়বে ধরা
নামবে এই ভূতের আছর॥    

চলছে তো সারাবেলা
সার্কাসে দারুণ খেলা রে
সার্কাসের তাঁবুর নিচে
কেউ নাচায় কেউবা নাচে
হাসে ভাঁড় ভিতরে ফাঁপর।     
যা দেখি লাগছে ধাঁধা
কালো সব হচ্ছে সাদা
কেউ হাসে কেউবা কান্দে
না বুঝে পা দেয় ফান্দে
কারো আর হয় না ফেরা ঘর
জীবনটা শক্ত কইরা ধর॥

রূপগাঙে ডুব পারিয়া
গেল রে দম ফুরাইয়া রে
রূপগাঙে ডুব পারিয়া
গেল রে দম ফুরাইয়া
জানা নাই ভালোবাসার দর।
বুঝিয়া যুগের ভাও
ভাবিয়া বাড়াও পাও
জিগাও রে নিজের কী খবর
ধর ধর ধর ধর ধর ধর
জীবনটা শক্ত কইরা ধর
মনটারে মনটা দিয়া ধর
জীবনটা জীবন দিয়া ধর॥

কথা ও সুর: নির্ধারিত

আরশিনগর কত দূরে

লালন শুধাই তোমারে
লালন তোমার আরশিনগর কত দূরে?
আমি গৃহধর্ম ত্যাগ করিলাম
যদি পড়শির দেখা মেলে
আরশিনগর কত দূরে॥

আমার মাথার চুলে ধরল জটা  
অঙ্গ হইল সাড়া
প্রাণপড়শির পাইতে দেখা
কান্দে একতারা
শুধাই তোমায় লালন ফকির
তুমি কি দেইখাছ তারে?
আরশিনগর কত দূরে॥

আমি সর্ব অঙ্গে জপি তারে
স্পন্দনে স্পন্দনে
নিঠুরিয়ার মন গলে না
আমারই কান্দনে
একূল ওকূল সব হারাইয়া
পইড়া আছি অন্ধকারে
আরশিনগর কত দূরে॥

কথা ও সুর: নির্ধারিত

বিশেষ দ্রষ্টব্য: গীতিকারের অনুমতি ছাড়া গানগুলোর যে কোনও বাণিজ্যিক ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। কেননা প্রতিটি গানের কপিরাইট করা রয়েছে।

অতনু তিয়াসের জন্ম ৩১ জুলাই ১৯৭৫, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ঔটি গ্রামে, মাতুলালয়ে। বাবা, পরিতোষ দেবনাথ। মা, শচী দেবনাথ। শৈশব কেটেছে পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলার তারাকান্দার লাউটিয়া গ্রামে। দৈনিক ইত্তেফাকের ‘কচি-কাঁচার আসর’ এর বিভাগীয় সম্পাদক। কাব্যগ্রন্থ: রাংসার কলরোল (২০০৭, ঐতিহ্য), আমি অথবা অন্য কেউ (২০১৮, ঐতিহ্য)। ‘মায়ের জন্য ভালোবাসা’ গীতিকবিতার জন্য ২০০৯ সালে পেয়েছেন ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’ অ্যাওয়ার্ড।