অঞ্জন বাগচীর কবিতা ‘তুমি’
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৪
আমার কাছে সব থেকে
প্রিয় শব্দ `তুমি`
এই শব্দের থেকে মধুর শব্দ
আর কিছু নাহি মানি।
তুমি আমার প্রথম প্রেম
তুমি আমার স্বাধীনতা
উচ্চারণ করলেই
মনে আসে অনেক আবেগ
তুমি বলে ডাকলেই
সহজেই আপন হয়ে যাই
কোন কিছু না ভেবে।
বাবা ডাকে, মাও ডাকে
ডাকে আর সবাই
যখন প্রিয়া ডাকে
আমি অবাক হয়ে ভাবি
একই শব্দের এত পার্থক্য, এত মধুর আবেগ
আর কোথাও খুঁজে না পাই।
প্রেমে তুমি, রণে তুমি
কবিতায় তুমি, তুমি ময় এ ভুবন
বিরহে তুমি, যাতনায় তুমি
আকুল করে তোলে মন।
সন্তান কোলে নিয়ে
যখন মা বলে
তুমি আমার লক্ষ্মী সোনা
এ দুনিয়ায় মনে হয়
এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হয়না।
বৌ যখন রাগ করে
মুখ নেড়ে বলে
তুমি হলে যত নষ্টের গোড়া
মুখে রাগ হলেও, মনে মনে ভাবি
এই নষ্টের গোড়ার জন্যই
আজ তুমি সবার সেরা।
লড়াই সংগ্রামে
আন্দোলনে, মিছিলে
তুমি যদি না থাকো
কি করে করবো লড়াই, সংগ্রাম
বুঝতে পারি না তো।
বাংলাভাষার এই শব্দকে
আমার প্রণাম জানাই
চিরদিন তুমি পাশে থেকো
আর কিছু নাহি চাই।