৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইজরায়েল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। ইজরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু।

ইজরায়েলি জেল সার্ভিস জানায়, ইজরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে ৩ ইজরায়েলি জিম্মিকে হস্তান্তর করে। পরে তাদেরকে ইজরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

হামাস জানায়, গাজা থেকে প্রতিজন বন্দি মুক্তির বিনিময়ে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইজরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ খালিদা জারার। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা।

এর আগে জারার ইজরায়েলি দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে ‘উস্কানি’সহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইজরায়েলি কর্তৃপক্ষ তাকে বন্দি করে।

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন ও প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে, বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইজরায়েলের কারাগারে বন্দি রয়েছে। সূত্র: আল জাজিরা