৫ আগস্ট গণ-আন্দোলনে পুলিশ হত্যায় গ্রেপ্তার ৩

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট সোনাইমুড়ী থানার কনস্টেবল মো. ইব্রাহিম হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। আসামিরা আদালতে জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে। আজ শনিবার সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন: সোনাইমুড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড কৌশল্যার-বাগ গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (১৯), পৌরসভার ৩ নং ওয়ার্ড পাপুয়া গ্রামের মো. ছিদ্দিকের ছেলে নাঈম হোসেন (২১) এবং ১ নং জয়াগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভাওরকোট গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ইমাম হোসেন ইমন (২০)।

পুলিশ সুপার বলেন, “বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী বাইপাস বাস-স্ট্যান্ড থেকে নাইম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে সন্ধ্যায় ভাওরকোট গ্রাম থেকে ইমনকে এবং রাতে বাইপাস সড়ক থেকে নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও বলেন, “তাদের কাছ থেকে নিহত কনস্টেবল মো. ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া ঘটনার তিনদিন পর ৮ আগস্ট দুপুর ১টা ৫৮ মিনিটে আসামি ইমনের মেসেঞ্জারে ওমর ফারুককে পাঠানো ভয়েস মেসেজ পাওয়া যায়। যাতে আসামি ইমন পুলিশ হত্যার বিষয়টি স্বীকার করেন। এছাড়া মোবাইলে আসামিদের একে অপরের কললিস্ট পাওয়া যায়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম, নোয়াখালী সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম, এস আই মুহাম্মদ কাওসারুজ্জামান প্রমুখ।