হিন্দি ছবির মধ্যে কিছু নেই: নাসিরুদ্দিন শাহ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৪

হিন্দি ছবিগুলোর মধ্যে আসলে কিছু নেই বলে মন্তব্য করেছেন হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

তিনি বলেন, “হিন্দুন্তানি খাবার সর্বত্র প্রশংসা পায়। কারণ তার গুণগতমান ভালো। হিন্দি ছবিতে সে রকম কী আছে।”

নাসিরুদ্দিন শাহ আরও বলেন, “এটা ঠিক, সর্বত্র হিন্দি ছবি দেখছে দর্শক। তারা ছবি দেখে বলে, হাউ এক্সটিক, হাউ ইন্ডিয়ান, হাউ কালারফুল! কিন্তু এরা কিছুদিনের মধ্যেই বোর হয়ে যাবে। কারণ ছবিগুলোর মধ্যে আসলে কিছু নেই।”

তিনি বলেন, “হিন্দি ছবি আমাকে হতাশ করে। আমি হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি। যেসব ছবি তৈরি হচ্ছে, সেগুলো আমার একদমই ভালো লাগে না।”

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ কলকাতায় এসে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্রছাত্রীদের আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে তিনি বলেন, “বাংলা ফিল্ম চলবে কিভাবে? বাংলা ফিল্ম একেবারে ঘটিয়া।”

তিনি আরও বলেন, “একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্র এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ফিল্মের মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নিচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নিচে পড়েছে। দুটোর পার্থক্য আছে।”

অনুরাগ কাশ্যপ বলেন, “একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি দুর্দান্ত মানের বহু কাজ করেছে, দুর্ধর্ষ সব পরিচালকরা কাজ করেছেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়। এখন আর তেমন ছবি কোথায় হয়। যখন থেকে রিমেক বানানো শুরু করেছে তখন থেকেই দুর্দিন শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “সাত আট তলা থেকে পড়া আর এক তলা থেকে পড়া যেমন এক নয়। এটাও তাই। বাংলা ছবির মান ভীষণ পড়েছে, আসলে বাংলা শিল্পের মানটা এতটা উঁচু ছিল যে চোখে লাগছে।”