হিজবুল্লাহর নির্বাহী প্রধানের ওপর ইজরায়েলি হামলা, তিনি নিখোঁজ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২৪

স্থানীয় সময় বুধবার রাতে বৈরুতে হিজবুল্লাহর নির্বাহী কমিটির প্রধান হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েল। হামলার পর তিনি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হাশেম সাফিউদ্দিন নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য, যা প্রতিরোধ যোদ্ধা দলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে। হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর উত্তরসূরী হিসেবে তাকে বিবেচিত করা হয়।

একজন ইজরায়েলি কর্মকর্তা বলেছেন, বৈরুতের দক্ষিণের একটি উপশহরে এই হামলা হয়। সেখানে হিজবুল্লাহর অনেক স্থাপনা রয়েছে। হামলার সময় হাসেম সাফিউদ্দিন গভীর ভূগর্ভের একটি বাংকারে অবস্থান করছিলেন।

লেবাননের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে নাসরাল্লাহকে মারতে যে হামলা ইজরায়েল করেছে তার চেয়ে এবারের হামলা অনেক ভয়াবহ। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।