হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি ইজরায়েলের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইজরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
এর আগে সেপ্টেম্বর মাসের শেষের দিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়।
হিজবুল্লাহর শেষ যে দুজন কমান্ডার নিহত হয়েছেন তারা হলেন আহমেদ মুস্তফা আলহাজ আলী ও মোহাম্মদ আলী হামদান। আহমেদ মুস্তফা কিরিয়াত শমোনা শহরে শত শত রকেট ও অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী ছিলেন বলে ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি। এছাড়া মোহাম্মদ আলী হামদান উত্তর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য দায়ী বলে জানানো হয়।
ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের বৈরুত শহরের একটি অস্ত্রের গুদাম এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গাজায় নতুন করে বুধবার ইজরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে ছয় দিন ধরে অবরোধের কারণে জাতিসংঘের যেসব স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছিল এবং একই সঙ্গে হাসপাতালগুলো বন্ধ করতে বাধ্য করা হয়েছে।
এছাড়া পশ্চিম তীরে গুলি করে কমপক্ষে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়েল। নাবলুস শহরের গভর্নর এই ঘটনাকে একটি কাপুরুষোচিত ও ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।
ইজরায়েলের সামরিক বাহিনী লেবাননেও হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণাঞ্চলীয় শহর ওয়ার্দানিয়েহতে কমপক্ষে পাঁচজন এবং টায়ার জেলায় আরও পাঁচজন প্যারামেডিককে হত্যা করা হয়েছে।