হাসান মাহমুদ
হাসান মাহমুদের পাঁচটি কবিতা
প্রকাশিত : ডিসেম্বর ০৫, ২০২০
ঘোরগ্রস্ত মজনু প্রলাপ
মিটিমিটি হাসি পান করে শুভ্রতাসমেত মুগ্ধ হয়ে যাই। কবিতা ফলাই বলাইয়ের গাছপ্রীত সখাদের সাথে। তুমুল এফবির লাইকে লাঙলের মতো ভেদ করি হৃদয় জমিন। সখিদের টোল পড়া গালে আধুলি বসিয়ে বলি, দ্যাখো, চাঁদের মতো রুপোলি ঝিলিক ছড়াচ্ছে বদন তোমার...। খিলখিল হাসির তরঙ্গে নদীও করুণ ঢেউ খেলে। জোছনা মলিন! বেসামাল আবেগে আমিও কেমন ঘোরগ্রস্ত মজনুপ্রাণ এক! সন্ধ্যা ফুরাতেই
আফসোস রঙে গেয়ে উঠি মান্না দে`র তরুণ কালের সেই গান—
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে...
এই আদিখ্যেতাকে কবিতা বলে ভুল কোরে চিঠি লিখো না জয়ন্তী সেন। বিভ্রমের কোলে মাথা রেখে আর ঘুমাবো না...
জয়নাল, ক্ষমা করো
বেলা পড়ে গেছে।
আজ কোনো নাইওর যাবে না ও গ্রামে।
নদীরাও বিরহ কাতর।
নৌকোগুলো তীরঘেঁষা কূলের প্রেমিক!
মহাজন সামনে এগোন!
আমি আছি সময়ের সাথে
জয়নাল, ক্ষমা করো স্বপনসুধা রাতে
আনন্দহীন এই সেতু অতিক্রম অসম্ভব।
বেলা পড়ে গেছে
আজ কোনো আসর বসবে না...
আঙুল
বিজন দিনের কোমল সময়। বন্ধু আর কবিতার ঘনদিনে সুরে চুর হয়ে আছি। বিস্ময় পেছনে ফেলে জলসার দিকে উঁকি দিল মন! কী এক জলতেষ্টা, জলতরঙ্গ আর শনশন হাওয়া...! সম্বিৎ ফিরে আসতেই
অমুদ্রিত বই পড়ছিলাম আর পরাবাস্তবের অদৃশ্য ছায়ার দিকে আঙুল বাড়িয়ে দিলাম— সাথে চোখ।
পাঠোত্তর দেখি, হাতের আঙুলগুলো
বটের শেকড় হয়ে হাওয়ায় ঝুলছে...
ঘ্রাণের মাতাল
অনুধাবনের কোল ছুঁয়ে ঘুমিয়ে পড়েছে চাঁদ;
আমলকি বাতাসার ঘ্রাণে বনেদি হাওয়া
রূপকুমারের উঠোনেই কেন শরণ মেনেছে
কোনো কবিতা কানা ধা-না-না-না সুরের ব্যঞ্জনা
মেলাতে পারেনি এই ফলাফল। কোনো এক দূর নীলিমায়
নির্বাণ নির্জনে তার মৃত্যু হয়; থেকে যায় মানবিক অমর সকাল
তবু কিছু কিছু উত্তর ধূসর স্মৃতির মতো পাশাপাশি
বনেদি ভাষার সভাষদে অন্তঃসত্তা মাছিদের মতো
নাচে আর কাওয়ালি শোনায়।
অতঃপর রাত থিতু হলে চাঁদের তন্দ্রা ভাঙে
গোঙাতে গোঙাতে ঘরে ফেরে ঘ্রাণের মাতাল...
জ্যোৎস্নার নোনা স্বাদ
নোনা ঢেউ ভেঙে ভেঙে দৃষ্টিপথ যখন উজানে হারায়
আর হারাধন মন
তখনো শালুক খোঁজে মগজ-ডোবায়।
নাগালের রংধনু রুচির তপস্যা করে বলে হরিয়াল
স্বপ্নটানে নড়ে ওঠে দাপুটে নাটাই
নোনাস্বাদে ভিজে ওঠে জ্যোৎস্না সকাল।
ঘোরের উজান-স্রোতে তড়পায় ডাহুকীয়া, সহজিয়া মন
ইথারের সেতুপথে সিকি হাতে হেঁটে আসে আত্মীয়জন।
ইস্টিশান জেগে ওঠে স্রোতের টানে জাগে কালের মান্দাস
সর্পবিষে নীল হয় লখাই অনুজা
নোনাস্বাদ মেনে নেয় এ কালের কালিদাস
পুন্নিমা জুড়ে তার শিং আর মাগুর
তড়পায় প্রেমাভারে পোয়াতি-পুকুর...