হাসপাতাল থেকে বাসায় নুসরাত ফারিয়া, চিকিৎসা নেবেন থাইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৪

চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ফারিয়ার মা ফেরদৌসি পারভীন বলেন, “বর্তমানে আগের চেয়ে ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। মূলত এ কারণেই তাকে বাসায় নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “শনিবার রাতে ফারিয়াকে যে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকায় এদিন করতে পারিনি। দুই দিন পর সিটি স্ক্যান করতে হবে।”

ফেরদৌসি পারভীন আরও বলেন, “দীর্ঘদিন ধরেই ফারিয়ার মাথা ব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। শনিবার রাতে ফারিয়ার মাথাব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এমনকি মাথাব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। শুধু তাই নয়, শারীরিকভাবেও ফারিয়া খুব দুর্বল।”

তিনি বলেন, “খাওয়া-দাওয়ায় খুবই অনিয়ম করায় ফারিয়ার শারীরিক দুর্বলতাটা বেড়েছে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে।”

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।