হামাস আর গাজা শাসন করবে না: ট্রাম্পের উপদেষ্টা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

হামাস আর গাজা শাসন করবে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাইক ওয়াল্টজ বলেন, “হামাস আর কখনো গাজা শাসন করবে না। সেখানে আর কোনো সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না। ইজরায়েল এটি নিশ্চিত করার জন্য যা করার তা করবে।”

তিনি আরও বলেন, “ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে সমর্থন করবে, যাতে হামাস আর কখনো গাজা শাসন করতে না পারে।”

ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, “এর অর্থ এই নয় যে, সেখানে হামাসের কোনো উপস্থিতি থাকবে না। এও নয় যে, আর লড়াই চলবে না। তবে হামাসের জন্য সামনের পথ কঠিন হতে যাচ্ছে।”

উল্লেখ্য, ১৫ মাসের আগ্রাসনের পর রোববার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে ৩ নারী ইজরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।