হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে: ইজরায়েল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪
আজ শনিবার ভিডিও বার্তায় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, “আমি এখন নিশ্চিত করতে পারি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইজরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে।”
ড্যানিয়েল হাগারি বলেন, “ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষেত্রগুলো থেকে ১ অক্টোবর ইজরায়েলে ইরানের শেষ হামলা হয়। ১৪ এপ্রিলের আগের হামলায়ও এসব ঘাঁটি ব্যবহৃত হয়েছিল।”
ইরান জানিয়েছে, ইজরায়েলি হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা সফলভাবে মোকাবেলা করা হয়েছে। একইসঙ্গে ইরানের অভ্যন্তরে ইজরায়েলে ১০০ যুদ্ধবিমান প্রবেশের দাবিও নাকচ করে দিয়েছে তেহরান।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলা এবং ইজরায়েলের পাল্টা হামলার মুখে তেল আবিব ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া থমকে যায়। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার হত্যার পর নতুন করে এই প্রক্রিয়ার ওপর কূটনৈতিক আলোচনা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে সম্প্রতি রিয়াদ সফর করে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।